গ্রাফিক ডিজাইন কোর্স এর নতুন ব্যাচ এ ভর্তি চলছে !

ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে !

আগামী ০১/০৮/২০১৮ গ্রাফিক ডিজাইন কোর্স এর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে …

ঘরে বসেই সম্মান জনক আয় করতে চান? আপনার যদি থাকে ক্রিয়েটিভিটি আর স্বাধীন ভাবে কাজ করার মানসিকতা তবে গ্রাফিক্স ডিজাইনে রয়েছে আপনার অপার সম্ভাবনা। আপনার এই অপার সম্ভাবনাকে বাস্তবায়ন করতে উত্তরা ইনফোটেক নিয়ে এলো চমৎকার একটি গ্রাফিক্স ডিজাইন কোর্স।

আমাদের কোর্সটি শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, প্রতি ব্যাচে আসন সংখ্যা মাত্র ১৩ জন, প্রত্যেকের জন্য থাকছে আলাদা কম্পিউটার আর থাকছে সার্বক্ষনিক প্রবলেম সলিউশন ব্যাবস্থা।
আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সটিতে যা যা থাকছেঃ

Software: Adobe Photoshop CS6,CC

Clipping Path/Clipping Mask.
Image Editing.
Image Retouching.
Background Remove.
Business Card Design.
Letterhead Design.
Email Signature Design.
Flyer Design.
Social Media Business Profile Picture.
Social Media Cover Design.
Banner Design.
Print Design.
Design Setup on Mockup Template.
UI/UX Design
Website Template

Software: Adobe Illustrator CS6,CC

Path.
Font awesome.
Color concept & Logo design.
Victor Convert/Vector Tracing.
Calendar design.
Icon Design.
Business Card design/Visiting Card design.
Book Cover Design
T-Shirt Design
Flyer Design.
Letterhead Design.
Brochure Design.
Custom Email Signature Design.
Social Media Cover (Facebook, Twitter, YouTube etc.)
Banner Design.
Vector Portrait.
Invoice.
Print Design.
Design Setup on Mockup Template.

আমাদের কোর্সটি শেষ করে আপনি যে সমস্ত জব অনায়াসে করতে পারবেনঃ
Graphics Designer.
Brand Designer.
Creative Director.
UI Designer.
Brand Promoter.
Logo Designer.
Photoshop Artist
Pre-Press Technician.
Visualizer.
Creative Executive.
UI/Web Designer (Graphic part).

যারা আমাদের কোর্স গুলোতে অংশগ্রহন করবেন, তাদের উপার্জন শুরু না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আমাদের ফ্রিল্যান্সিং এক্সপার্টদের মাধ্যমে নিয়মিত মেন্টরিং সেশনের ব্যবস্থা করা হবে। যা আপনার কর্মব্যবস্থা নিশ্চিত করতে শতভাগ ভূমিকা রাখবে।

🏠 আমাদের অফিসের ঠিকানা:

বাড়ী নং ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর ১১, উত্তরা, ঢাকা – ১২৩০

সরাসরি যোগাযোগ করুন:
📞 : 01780 44 55 73, 01970 277 233

ইন্টারনেটে টাকা উপার্জন বিষয়ক ফ্রি সেমিনার (এসইও)

Earn Money

==== ফ্রিল্যান্সিং- ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি সেমিনার ====

আউটসোর্সিং কাজে সার্চ ইঞ্জিন মার্কেটিং (এসইও) এর চাহিদা সম্পর্কে এখনও অনেকেই অবগত নন। ফ্রীল্যান্সিং কাজে এসইও যে কতটা সফল তা জানাতেই আমাদের এই আয়োজন। গুগল সার্চ ইঞ্জিন এর প্রথম পাতায় নিজের প্রতিষ্ঠানের নামটি ধরে রাখতে হাজার হাজার ডলার মার্কেটিং এর উপর খরচ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন ব্রান্ড কোম্পানিগুলি। কারন মার্কেটিং’ই প্রতিটি কোম্পানির প্রাণ।আর এই প্রাণকে বাঁচিয়ে রাখতে প্রতি নিয়তই বাড়ছে অনলাইন মার্কেটিং এর চাহিদা।এই সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তেই উত্তরা ইনফোটকে আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি সেমিনার।

আগামী ২৭ জূলাই ফ্রীল্যান্সিং (এসইও) এর উপর একটি ফ্রি সেমিনার আয়োজন করা হচ্ছে। বেকার যুব সমাজকে আয় করার উপযোগী ও নারীদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।

শুধুমাত্র সঠিক গাইডলাইন এর অভাবে আয় করতে না পেরে অনেকেই কাজ জানা স্বত্তেও বেকার জীবন যাপন করছেন। তাই ফ্রিল্যান্সিং আপনার জন্য হতে পারে একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ নিয়ে খুব কম সময়ে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন।

যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই আমাদের এই ফ্রি সেমিনার।

এই কর্মশালায় যে সকল বিষয় এর উপর বিশেষ গুরুত্ত দেয়া হয়েছেঃ
১। ফ্রিল্যান্সিং কি ?
২। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি ?
৩। ফ্রিল্যান্সিং করার আগে আপনার মধ্যে কি কি থাকতে হবে ?
৪। এসইও কি ?
৪। ফ্রিল্যান্সিং এ এসইও এর ভূমিকা ?
৫। এসইও শিখবেন কিভাবে ?
৬| ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এসইও এর চাহিদা কেমন ?
৭। কিভাবে এসইও এর কাজ করে মাসে ২০,০০০/- হাজার থেকে ১ লক্ষ টাকা আয় করা যায় ।

সেমিনারটি সম্পূর্ণ ফ্রি এবং সকলের জন্য উম্মুক্ত।

সেমিনার এর তারিখঃ – ২৭ জূলাই, ২০১৮, শুক্রবার
সময়ঃ- বিকাল ৫ টা – ৭ টা
আসন সংখ্যা: ৫০টি, কোন রেজিস্ট্রেশন ফি লাগবে না।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৭ জূলাই ২০১৮

রেজিস্ট্রেশন করুনঃ- https://goo.gl/forms/Vre2xz7vyOkAYIom1

গ্রুপ লিংক : www.facebook.com/groups/uttarafreelancing
পেইজ লিংক : www.facebook.com/bdfreelancingtraining

🏠 আমাদের অফিসের ঠিকানা:

বাড়ী নং ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর ১১, উত্তরা, ঢাকা – ১২৩০

সরাসরি যোগাযোগ করুন:
📞 : 01780 44 55 73, 01970 277 233

ফ্রিল্যান্সিং কোর্স এ ২০% মূল্যছাড় !!

Freelancing Training Course

=====ফ্রিল্যান্সিং কোর্স এ ২০% মূল্যছাড় !! ======

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রীল্যান্সিং কোর্স এ ২০% মূল্যছাড় !!

আপনি জানেন কি ? বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।

শুধুমাত্র সঠিক গাইডলাইন এর অভাবে আয় করতে না পেরে অনেকেই কাজ জানা স্বত্তেও বেকার জীবন যাপন করছেন। তাই ফ্রিল্যান্সিং আপনার জন্য হতে পারে একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ নিয়ে খুব কম সময়ে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন।

বেকার যুব সমাজকে আয় করার উপযোগী ও নারীদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

আউটসোর্সিং / ফ্রীল্যান্সিং ?

আউটসোর্সিং (Outsourcing) হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোন প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া। আর যে ব্যক্তি এই কাজটি করলেন তার জন্য এটা ফ্রীল্যান্সিং, আর তাকে বলা হবে ফ্রীল্যান্সার । একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। গতানুগতিক অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবদ্ধ নয়। কোম্পানিগুলো সাধারণত আউটসোর্সিং করে উৎপাদন খরচ কমানোর জন্য। অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবেও আউটসোর্সিং করা হয়। মূলত তথ্যপ্রযুক্তি নির্ভর কাজগুলো (যেমন – Web Development, Software Development, Writing & Content, Design, Multimedia & Architecture, SEO/SEM/SMM, Data Entry ইত্যাদি) আউটসোর্সিং করা হয়। যেসকল দেশ এই ধরনের সার্ভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপিন, রাশিয়া, পাকিস্তান, পানামা, নেপাল, বাংলাদেশ, রোমানিয়া, মালয়েশিয়া, মিশর এবং আরো অনেক দেশ।

আউটসোর্সিং / ফ্রিল্যান্সিং কোনো ব্যক্তি তথা দেশের উন্নয়নের সম্ভাবনাময় দুয়ার খুলে দিতে পারে। এই সম্ভাবনাময় ব্যক্তিদের একজন হতে চান ?

এখনি চলে আসুন সঠিক গাইডলাইন পেতে।

আমাদের অফিসের ঠিকানা:

🏠 আমাদের অফিসের ঠিকানা:

বাড়ী নং ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর ১১, উত্তরা, ঢাকা – ১২৩০

সরাসরি যোগাযোগ করুন:
📞 : 01780 44 55 73, 01970 277 233

দিন ব্যাপী ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ

 

Free seminar Outsourcing

===== দিন ব্যাপী ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ =====

=== দক্ষ ব্যক্তিদের দক্ষ ফ্রিল্যান্সারে পরিণত করাই আমাদের অঙ্গীকার ===

অনেকেই বিভিন্ন বিষয়ে ভাল কাজ জানেন যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এসইও, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা আন্ট্রি, অফিস অ্যাসিস্ট্যান্ট, আকাউন্টস, ফটোগ্রাফি, টুডি-থ্রিডি ইত্যাদি।

আমাদের লক্ষ্য এসব কাজ জানা মানুষদেরকে অনলাইনে ইনকাম এর ব্যবস্থা করে দেয়া। আমরা জানি শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবেই তারা অনলাইনে ইনকাম করতে পারছে না। আবার অনেকে জানেই না তাদের এই অভিজ্ঞতা দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। আমরা খুবই আশাবাদী, আমাদের দিন ব্যাপী এই কোর্স’টা সে সব মানুষের চোখে আশার আলোর জ্বালবে। একদিনেই আমরা তাদের অনলাইনে কাজের পদ্ধতি শিখিয়ে দিব, ইনশাআল্লাহ।

অনেক সময় চাইলেই সব কিছু পাওয়া যায় না। তার জন্য থাকতে হয় আত্মবিশ্বাস আর অদম্য পরিশ্রম। আবার অনেক সময় কর্মদক্ষতা থেকেও অনেকে কাজ করতে পারে না। কিন্তু অনেকেই মনে করেন অনলাইনে আয় করা খুবই সহজ কাজ।
তাই না বুঝেই মার্কেটপ্লেসে আকাউন্ট করে অথবা আনপ্রোফেশনাল কারো নিকট থেকে কাজ শিখে কাজ করার চেষ্টা করেন। পরবর্তীতে দেখা যায় সেটা আর হয়ে উঠে না। কারণ তার কাজের দক্ষতা নেই, জানে না কিভাবে কাজ করতে হয়, কিভাবে বায়ার ম্যানেজ করতে হয়, ইত্যাদি। এতে করে সে তো ইনকাম করতে পারলোই না শুধুমাত্র দেশের সুনাম নষ্ট হল। এমন অনভিজ্ঞতার জন্য মার্কেটপ্লেস বাংলাদেশীদের একটা খারাপ রেকর্ড তৈরি হচ্ছে। এ কারণে অনেক সময় ভাল কাজ জানা বাংলাদেশি ফ্রিল্যান্সাররাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তাই দরকার পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ যিনি নিজে মার্কেটপ্লেসে কাজ করেন এমন কারো নিকট থেকে কাজ শিখে মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ শুরু করা। এই প্রতিযোগিতার যুগে যত দক্ষ হওয়া যাবে ততই কাজ পাওয়া যাবে। এটাই স্বাভাবিক।

ফ্রিল্যান্সিং কোনো ব্যক্তি তথা দেশের উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

যদি এই সম্ভাবনাময় ব্যক্তিদের একজন হতে চান ?
তাহলে এখনি চলে আসুন সঠিক ফ্রিল্যান্সিং গাইডলাইন পেতে।
ওয়ার্কশপটির রেজিষ্ট্রেশন ফি = ১,০০০/- টাকা।

আসন মাত্র = ২০টি, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্ধ হবে।

সেমিনার এর তারিখঃ – ০১ লা জুন, ২০১৮, শুক্রবার
সময়ঃ- সকাল ১০ টা – বিকাল ৬ টা পর্যন্ত, যোহর ও আসর নামাজের বিরতি এবং সবাই মিলে ইফতার ।

🏠 আমাদের অফিসের ঠিকানা:

বাড়ী নং ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর ১১, উত্তরা, ঢাকা – ১২৩০

সরাসরি যোগাযোগ করুন:
📞 : 01780 44 55 73, 01970 277 233