দিন ব্যাপী ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ

 

Free seminar Outsourcing

===== দিন ব্যাপী ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ =====

=== দক্ষ ব্যক্তিদের দক্ষ ফ্রিল্যান্সারে পরিণত করাই আমাদের অঙ্গীকার ===

অনেকেই বিভিন্ন বিষয়ে ভাল কাজ জানেন যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এসইও, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা আন্ট্রি, অফিস অ্যাসিস্ট্যান্ট, আকাউন্টস, ফটোগ্রাফি, টুডি-থ্রিডি ইত্যাদি।

আমাদের লক্ষ্য এসব কাজ জানা মানুষদেরকে অনলাইনে ইনকাম এর ব্যবস্থা করে দেয়া। আমরা জানি শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবেই তারা অনলাইনে ইনকাম করতে পারছে না। আবার অনেকে জানেই না তাদের এই অভিজ্ঞতা দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। আমরা খুবই আশাবাদী, আমাদের দিন ব্যাপী এই কোর্স’টা সে সব মানুষের চোখে আশার আলোর জ্বালবে। একদিনেই আমরা তাদের অনলাইনে কাজের পদ্ধতি শিখিয়ে দিব, ইনশাআল্লাহ।

অনেক সময় চাইলেই সব কিছু পাওয়া যায় না। তার জন্য থাকতে হয় আত্মবিশ্বাস আর অদম্য পরিশ্রম। আবার অনেক সময় কর্মদক্ষতা থেকেও অনেকে কাজ করতে পারে না। কিন্তু অনেকেই মনে করেন অনলাইনে আয় করা খুবই সহজ কাজ।
তাই না বুঝেই মার্কেটপ্লেসে আকাউন্ট করে অথবা আনপ্রোফেশনাল কারো নিকট থেকে কাজ শিখে কাজ করার চেষ্টা করেন। পরবর্তীতে দেখা যায় সেটা আর হয়ে উঠে না। কারণ তার কাজের দক্ষতা নেই, জানে না কিভাবে কাজ করতে হয়, কিভাবে বায়ার ম্যানেজ করতে হয়, ইত্যাদি। এতে করে সে তো ইনকাম করতে পারলোই না শুধুমাত্র দেশের সুনাম নষ্ট হল। এমন অনভিজ্ঞতার জন্য মার্কেটপ্লেস বাংলাদেশীদের একটা খারাপ রেকর্ড তৈরি হচ্ছে। এ কারণে অনেক সময় ভাল কাজ জানা বাংলাদেশি ফ্রিল্যান্সাররাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তাই দরকার পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ যিনি নিজে মার্কেটপ্লেসে কাজ করেন এমন কারো নিকট থেকে কাজ শিখে মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ শুরু করা। এই প্রতিযোগিতার যুগে যত দক্ষ হওয়া যাবে ততই কাজ পাওয়া যাবে। এটাই স্বাভাবিক।

ফ্রিল্যান্সিং কোনো ব্যক্তি তথা দেশের উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

যদি এই সম্ভাবনাময় ব্যক্তিদের একজন হতে চান ?
তাহলে এখনি চলে আসুন সঠিক ফ্রিল্যান্সিং গাইডলাইন পেতে।
ওয়ার্কশপটির রেজিষ্ট্রেশন ফি = ১,০০০/- টাকা।

আসন মাত্র = ২০টি, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্ধ হবে।

সেমিনার এর তারিখঃ – ০১ লা জুন, ২০১৮, শুক্রবার
সময়ঃ- সকাল ১০ টা – বিকাল ৬ টা পর্যন্ত, যোহর ও আসর নামাজের বিরতি এবং সবাই মিলে ইফতার ।

🏠 আমাদের অফিসের ঠিকানা:

বাড়ী নং ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর ১১, উত্তরা, ঢাকা – ১২৩০

সরাসরি যোগাযোগ করুন:
📞 : 01780 44 55 73, 01970 277 233