ফ্রিল্যান্সিং কোর্স এ ২০% মূল্যছাড় !!

Freelancing Training Course

=====ফ্রিল্যান্সিং কোর্স এ ২০% মূল্যছাড় !! ======

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফ্রীল্যান্সিং কোর্স এ ২০% মূল্যছাড় !!

আপনি জানেন কি ? বাংলাদেশ এর প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের ৩ থেকে ৫ লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রানিত হয়ে অনেকেই না বুঝে ফ্রিল্যান্সিংয়ে নেমে পড়েন।

শুধুমাত্র সঠিক গাইডলাইন এর অভাবে আয় করতে না পেরে অনেকেই কাজ জানা স্বত্তেও বেকার জীবন যাপন করছেন। তাই ফ্রিল্যান্সিং আপনার জন্য হতে পারে একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একটি ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ নিয়ে খুব কম সময়ে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন।

বেকার যুব সমাজকে আয় করার উপযোগী ও নারীদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

আউটসোর্সিং / ফ্রীল্যান্সিং ?

আউটসোর্সিং (Outsourcing) হচ্ছে একটি প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে বাইরের কোন প্রতিষ্ঠানের বা ব্যক্তির সাহায্যে করিয়ে নেয়া। আর যে ব্যক্তি এই কাজটি করলেন তার জন্য এটা ফ্রীল্যান্সিং, আর তাকে বলা হবে ফ্রীল্যান্সার । একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা। গতানুগতিক অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার স্বীমাবদ্ধ নয়। কোম্পানিগুলো সাধারণত আউটসোর্সিং করে উৎপাদন খরচ কমানোর জন্য। অনেক সময় পর্যাপ্ত সময়, শ্রম অথবা প্রযুক্তির অভাবেও আউটসোর্সিং করা হয়। মূলত তথ্যপ্রযুক্তি নির্ভর কাজগুলো (যেমন – Web Development, Software Development, Writing & Content, Design, Multimedia & Architecture, SEO/SEM/SMM, Data Entry ইত্যাদি) আউটসোর্সিং করা হয়। যেসকল দেশ এই ধরনের সার্ভিস প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারত, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপিন, রাশিয়া, পাকিস্তান, পানামা, নেপাল, বাংলাদেশ, রোমানিয়া, মালয়েশিয়া, মিশর এবং আরো অনেক দেশ।

আউটসোর্সিং / ফ্রিল্যান্সিং কোনো ব্যক্তি তথা দেশের উন্নয়নের সম্ভাবনাময় দুয়ার খুলে দিতে পারে। এই সম্ভাবনাময় ব্যক্তিদের একজন হতে চান ?

এখনি চলে আসুন সঠিক গাইডলাইন পেতে।

আমাদের অফিসের ঠিকানা:

🏠 আমাদের অফিসের ঠিকানা:

বাড়ী নং ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর ১১, উত্তরা, ঢাকা – ১২৩০

সরাসরি যোগাযোগ করুন:
📞 : 01780 44 55 73, 01970 277 233

দিন ব্যাপী ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ

 

Free seminar Outsourcing

===== দিন ব্যাপী ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ =====

=== দক্ষ ব্যক্তিদের দক্ষ ফ্রিল্যান্সারে পরিণত করাই আমাদের অঙ্গীকার ===

অনেকেই বিভিন্ন বিষয়ে ভাল কাজ জানেন যেমন- গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, এসইও, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা আন্ট্রি, অফিস অ্যাসিস্ট্যান্ট, আকাউন্টস, ফটোগ্রাফি, টুডি-থ্রিডি ইত্যাদি।

আমাদের লক্ষ্য এসব কাজ জানা মানুষদেরকে অনলাইনে ইনকাম এর ব্যবস্থা করে দেয়া। আমরা জানি শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবেই তারা অনলাইনে ইনকাম করতে পারছে না। আবার অনেকে জানেই না তাদের এই অভিজ্ঞতা দিয়ে অনলাইন থেকে ইনকাম করা যায়। আমরা খুবই আশাবাদী, আমাদের দিন ব্যাপী এই কোর্স’টা সে সব মানুষের চোখে আশার আলোর জ্বালবে। একদিনেই আমরা তাদের অনলাইনে কাজের পদ্ধতি শিখিয়ে দিব, ইনশাআল্লাহ।

অনেক সময় চাইলেই সব কিছু পাওয়া যায় না। তার জন্য থাকতে হয় আত্মবিশ্বাস আর অদম্য পরিশ্রম। আবার অনেক সময় কর্মদক্ষতা থেকেও অনেকে কাজ করতে পারে না। কিন্তু অনেকেই মনে করেন অনলাইনে আয় করা খুবই সহজ কাজ।
তাই না বুঝেই মার্কেটপ্লেসে আকাউন্ট করে অথবা আনপ্রোফেশনাল কারো নিকট থেকে কাজ শিখে কাজ করার চেষ্টা করেন। পরবর্তীতে দেখা যায় সেটা আর হয়ে উঠে না। কারণ তার কাজের দক্ষতা নেই, জানে না কিভাবে কাজ করতে হয়, কিভাবে বায়ার ম্যানেজ করতে হয়, ইত্যাদি। এতে করে সে তো ইনকাম করতে পারলোই না শুধুমাত্র দেশের সুনাম নষ্ট হল। এমন অনভিজ্ঞতার জন্য মার্কেটপ্লেস বাংলাদেশীদের একটা খারাপ রেকর্ড তৈরি হচ্ছে। এ কারণে অনেক সময় ভাল কাজ জানা বাংলাদেশি ফ্রিল্যান্সাররাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তাই দরকার পরিপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন অর্থাৎ যিনি নিজে মার্কেটপ্লেসে কাজ করেন এমন কারো নিকট থেকে কাজ শিখে মার্কেটপ্লেসে একাউন্ট খুলে কাজ শুরু করা। এই প্রতিযোগিতার যুগে যত দক্ষ হওয়া যাবে ততই কাজ পাওয়া যাবে। এটাই স্বাভাবিক।

ফ্রিল্যান্সিং কোনো ব্যক্তি তথা দেশের উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

যদি এই সম্ভাবনাময় ব্যক্তিদের একজন হতে চান ?
তাহলে এখনি চলে আসুন সঠিক ফ্রিল্যান্সিং গাইডলাইন পেতে।
ওয়ার্কশপটির রেজিষ্ট্রেশন ফি = ১,০০০/- টাকা।

আসন মাত্র = ২০টি, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্ধ হবে।

সেমিনার এর তারিখঃ – ০১ লা জুন, ২০১৮, শুক্রবার
সময়ঃ- সকাল ১০ টা – বিকাল ৬ টা পর্যন্ত, যোহর ও আসর নামাজের বিরতি এবং সবাই মিলে ইফতার ।

🏠 আমাদের অফিসের ঠিকানা:

বাড়ী নং ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর ১১, উত্তরা, ঢাকা – ১২৩০

সরাসরি যোগাযোগ করুন:
📞 : 01780 44 55 73, 01970 277 233